ইইউর জোসেফ বোরেলকে দুই এমইপির চিঠি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে জোরালো পদক্ষেগ গ্রহণের আহ্বান 

ইইউর জোসেফ বোরেলকে দুই এমইপির চিঠি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে জোরালো পদক্ষেগ গ্রহণের আহ্বান 
ইইউর জোসেফ বোরেলকে দুই এমইপির চিঠি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে জোরালো পদক্ষেগ গ্রহণের আহ্বান 

ইইউর জোসেফ বোরেলকে দুই এমইপির চিঠি

অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে জোরালো পদক্ষেগ গ্রহণের আহ্বান 

বাংলাদেশে ‘অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান পুনঃপ্রতিষ্ঠার জন্য’ ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) সম্ভাব্য সবকিছু করতে হবে। জোটের বৈদেশিক ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেলকে এক চিঠিতে এ কথা লিখেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই প্রভাবশালী সদস্য। তারা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্তকারী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

জার্মানির কার্সটেন লুক ও সুইডেনের ইলান ডি ব্যাসো বৃহস্পতিবার এ চিঠি লিখেছেন। এর একটি কপি সমকালও পেয়ে। চিঠিতে দুই এমইপি গভীর উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী কর্মীদের ওপর সহিংস দমননিপীড়ন চালিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সাংবাদিকদের তথ্য অনুযায়ী, বিরোধী দলের প্রায় ১০ হাজার নেতাকর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। 

তাদের মতে, প্রধান বিরোধী দলগুলোকে যখন হয়রানি করা হয়, তাদের কর্মীরা নির্যাতিত ও গ্রেপ্তার হয় এবং তাদের সমর্থকদের ভয় দেখানো হয়, তখন অবাধ ও বিশ্বাসযোগ্য কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। 

এমইপিরা বলেন, জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের ফলাফলের জন্য ইইউর নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা উচিত নয়। বরং আগেই স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করতে হবে।