কোম্পানীগঞ্জে মির্জাকে বিচারে মুখোমুখি দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।

কোম্পানীগঞ্জে  মির্জাকে  বিচারে  মুখোমুখি  দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।
কোম্পানীগঞ্জে  মির্জাকে  বিচারে  মুখোমুখি  দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।

প্রথম সময় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্যাকে (৬৫) মারধর করার অভিযোগ উঠেছে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। এ ঘটনায় মির্জার বিচার চেয়ে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।

কাদের মির্জা   পুলিশ র‍্যাব সেনাবাহীনির নজরে আছে বলে জানা গেছে যে কোন সময় আটক হতে পারে মেয়র  কাদের মির্জা। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের চরকাঁকড়া গ্রামে প্রয়াত ওবায়দুল হকের কুলকানি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা আনছার উল্যার অভিযোগ, কাদের মির্জা তাকে রামপুর ইউনিয়নে তার মনোনীত প্রার্থী ইকবাল বাহার চৌধুরীর পক্ষে ভোট করার জন্য বলে। কিন্তু তিনি রাজী না হওয়ায় কাদের মির্জা তাকে মারধর করেছে। এ ঘটনায় আনছার উল্যা উপযুক্ত বিচার দাবী করেছেন।

এদিকে আনছার উল্যার উপর হামলার প্রতিবাদে রামপুর ইউনিয়নের বামনী বাজারে মির্জার বিচার চেয়ে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে