বাংলাদেশের। রিকশাকে জার্মান রাষ্ট্রদূত ভালবাসেন বলে....

বাংলাদেশের।  রিকশাকে জার্মান রাষ্ট্রদূত  ভালবাসেন  বলে....

ঢাকা ছাড়ার আগে স্ত্রীকে যাত্রী সাজিয়ে  আসনে জার্মান রাষ্ট্রদূত

স্ত্রীকে যাত্রী বানিয়ে রিকশা চালালেন জার্মান রাষ্ট্রদূত আখিম টোস্টার: এক্স হ্যান্ডলে আখিমের পোস্ট থেকে

স্ত্রী বেটিনা টোস্টারকে রিকশায় সওয়ারি বানিয়ে চালকের আসনে বসলেন জার্মান রাষ্ট্রদূত আখিম টোস্টার। চললেন কিছুটা পথও। জার্মানির রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে চার বছরের দায়িত্ব পালন শেষে তিনি আগামীকাল মঙ্গলবার ঢাকা ছেড়ে যাচ্ছেন। রিকশার চালক আর সওয়ায়ির ভিডিও দিয়ে এটাই ছিল জার্মান দূতাবাসের এক্স হ্যান্ডলে আখিমের শেষ পোস্ট।

আখিম ভিডিওতে বলছেন, ‘দারুণ চারটি বছর ঢাকায় কাটিয়ে ফিরে যাচ্ছি বার্লিনে। ঢাকা আর বার্লিনের দূরত্ব মাত্র ৭ হাজার কিলোমিটার।’

রিকশায় চালক ও যাত্রীর আসনে আখিম টোস্টার ও বেটিনা টোস্টার
রিকশায় চালক ও যাত্রীর আসনে আখিম টোস্টার ও বেটিনা টোস্টারছবি: এক্স হ্যান্ডলে আখিমের পোস্ট থেকে

ভিডিওতে দেখা যায়, বাসার গেটে একটি রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন আখিম টোস্টার। পরনে লুঙ্গি ও পোলো টি–শার্ট, মাথায় লাল চেকের গামছা, হাতে ঘড়ি ও পায়ে কালো জুতা। এরপর তাঁর স্ত্রী বেটিনা টোস্টার এলে তিনি হাতে ধরে তাঁকে রিকশায় ওঠান। তুলে দেন তাঁর ট্রলিও। এরপর স্ত্রীকে সওয়ারি করে রিকশা চালিয়ে পথে নামেন জার্মান রাষ্ট্রদূত।

দূতাবাসের এক্স হ্যান্ডলে তাঁদের নিরাপদ জার্মান যাত্রার পাশাপাশি পরবর্তী যাত্রার জন্য শুভকামনা করা হয়েছে।

স্ত্রীকে হাতে ধরে রিকশায় তোলেন আখিম
স্ত্রীকে হাতে ধরে রিকশায় তোলেন আখিম: এক্স হ্যান্ডলে আখিমের 

২০২১ সালের আগস্টে ঢাকায় জার্মানির চতুর্দশ রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছিলেন আখিম টোস্টার। ১৯৯০ সালে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক বাংলাদেশের আগে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে নিজের দেশের রাষ্ট্রদূত ছিলেন। কূটনীতিক হিসেবে আখিম টোস্টার জেনেভা, মাদ্রিদ, বুখারেস্ট, সারায়েভোর জার্মান দূতাবাসে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন