তাপস, আতিকসহ ১২ মেয়রকে অপসারণ

তাপস, আতিকসহ ১২ মেয়রকে অপসারণ
প্রথম সময় ডেস্ক:
লাইভ,তাপস, আতিকসহ ১২ মেয়রকে অপসারণ, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট, দীপু মনি আটক

বাংলাদেশে ১২ সিটি কর্পোরেশন, ৩২৩টি পৌরসভার মেয়রসহ বিভিন্ন জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে, নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। দিনের সকল খবরাখবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়।

সার সংক্ষেপ

  • আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি আটক।
  • ঢাকার দুই সিটিসহ দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
  • সাবেক এমপি আনার হত্যাকাণ্ডে ১২০০ পাতার চার্জশিট জমা
  • বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে
  • ব্যাংক খাত সংস্কারের জন্য একটি 'ব্যাংকিং কমিশন' গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার
  • বাংলাদেশে ভরিপ্রতি স্বর্ণের দাম প্রায় ৩ হাজার টাকা বেড়ে নতুন রেকর্ড ছুঁয়েছে

সরাসরি কভারেজ

  1. শেখ হেলাল ও শেখ তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ

    শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রুপা চৌধুরী ও ছেলে সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

    সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

    সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

    লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

    চিঠিতে তাদের একক মালিকানাধীন প্রতিষ্ঠান সোল প্রোপাইটরশিপের নামে পরিচালিত সকল ধরনের হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেয়া হয়।

    একই সাথে তাদের নামে কোনো লকার সেবা থাকলে সেটির ব্যবহার ৩০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।

  2. পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবেদীন ফারুকের মামলা

    ঢাকা মহানগর পুলিশের দুই আলোচিত কর্মকর্তা হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক।

    হত্যাচেষ্টার অভিযোগ এনে সোমবার মি. ফারুক রাজধানীর শেরে বাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন।

    মামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ ২৭ জনকে আসামি করা হয়েছে।

    ২০১১ সালের ৬ই জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধীদলের চিফ হুইপ থাকাকালীন মি. ফারুক সংসদ ভবনের সামনে পুলিশি হামলার শিকার হয়েছিলেন।

    বিরোধী দলের চিফ হুইপের ওপর ওই হামলার ভিডিও তখন ছড়িয়ে পড়ে সারাদেশে। এ ঘটনায় তখন দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ঘটনার ১৩ বছর পর তিনি এই মামলা দায়ের করলেন।

    মামলায় এই বিএনপি নেতা উল্লেখ করেন, ২০১১ সালে বেশ কয়েকজন সংসদ সদস্যসহ মানিক মিয়া এভিনিউতে হরতালের সমর্থনে মিছিল করছিলেন তারা। এ সময় তখনকার তেজগাঁও পুলিশ কর্মকর্তা মি. রশীদ ও মোহাম্মদপুর এলাকার এডিসি মি. সরকার সরকারসহ বেশ কয়েকজন পুলিশ তাদের মিছিলে বাধা দেয়।

    মামলার অভিযোগে মি. ফারুক জানান, সেদিন তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি এবং বুট দিয়ে মেরেছিল পুলিশ।

    তখন ওই হামলার ঘটনায় বিএনপি নেতা মি. ফারুক মামলা করতে চাইলেও তা নেয়া হয়নি বলে সে সময় বিএনপির পক্ষ থেকে অভিযোগ