নোয়াখলীতে বসুরহাটে সাধারণ শিক্ষার্থীরা চিত্রাঙ্কন করে শহীদের স্বরনে

নোয়াখলীতে বসুরহাটে  সাধারণ শিক্ষার্থীরা   চিত্রাঙ্কন  করে শহীদের  স্বরনে
নোয়াখলীতে বসুরহাটে  সাধারণ শিক্ষার্থীরা   চিত্রাঙ্কন  করে শহীদের  স্বরনে

নোয়াখলী প্রতিনিধি  : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।

নোয়াখালীতে  সরকারি মুজিব কলেজ ও বসুরহাট সরকারি হাসপাতালের দেওয়ালে   সকল শহীদের স্বরনে দেওয়াল      চিত্রাঙ্কন  অনুষ্ঠিত হয়।   সাধারন ছাত্র/ছাত্রীদের বেনারে ৫০টি অধিক    করেছে বলে প্রথম সময় কে জানান। বিগত সময়ের চেয়ে এখন

কোম্পানীগঞ্জ জনগনের পাশে মানবিক কাজে নিজেকে ব্যাস্থ্ সময় কাটাছে ছাত্রছাত্রীরা  বসুরহাট পৌরসভায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জালানোসহ  সকল প্রকার সামাজিক কাজে এগিয়ে স্থানীয় ছাত্ররা কোন রাজনৈতিক বেনারে  নয় ;নিজেদের  পরিচয়ে সন্দর সমাজ উপহার দিতে চায় দেশ কে। নোয়াখালী কোম্পানীগঞ্জ  উপজেলা

ছাত্র দের  এ সব  কাজে  সকলে অনেক আনন্দিত।  শিক্ষার্থীদের  প্রানের দাবি ইও শান্তি তে দেশ ও  সমাজ  পরিচালনা করা। এমন কি দল মত বেদা বেদ ভুলে গিয়ে দেশকেে সমজকে  শান্তিতে রাখা। এটাই মুল লক্ষ।  পরে দেশের   পরিস্থিতি বজায় রাখার ব্যাপারে জোর দেন।