সোমবার বাংলাদেশ সফরে এসেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া।

সোমবার বাংলাদেশ সফরে এসেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া।

সাবরিনা আক্তার

মঙ্গলবার কয়রা সফর করবেন সুইডেনের রাজকন্যা খুলনা: সোমবার বাংলাদেশ সফরে এসেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া।  খুলনার কয়রা উপজেলা সফর করবেন বাংলাদেশ সফররত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে সফরে তিনি কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানি যজ্ঞ মন্দিরের মাঠে স্থাপিত রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের উপকারভোগীদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া মহারাজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কয়রা উপজেলা পোস্ট অফিস ও কয়রা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের ডিজিটাল সেবা পরিদর্শন করবেন সুইডেনের রাজকন্যা। পাশাপাশি এসব কেন্দ্রের সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলবেন তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা থেকে হেলিকপ্টারে করে খুলনার কয়রা যাওয়ার কথা রয়েছে রাজকন্যা ভিক্টোরিয়ার। এর আগে সোমবার (১৮ মার্চ) তিনি বাংলাদেশ সফরে এসেছেন। ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে ২১ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি। রাজকন্যা ভিক্টোরিয়ার আগমন ঘিরে কয়রা উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার-পরিছন্ন করা হয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়া যেসব এলাকা পরিদর্শন করবেন, সেই এলাকাগুলো পরিপাটি করে সাজানো-গোছানো হয়েছে। রাজকন্যার পরিদর্শনের জন্য নির্দিষ্ট ছয়টি স্থানে সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম‌্যান মো. আব্দুল্লাহ আল মাহদুদ বলেন, সুইডেনের কাউন প্রিন্সেস ভিক্টোরিয়া আমাদের প‌রিষদে আসবেন। এটি আমাদের জন‌্য অত‌্যন্ত গর্বের বিষয়। এ জন্য ইউনিয়ন প‌রিষদ চত্বর প‌রিষ্কার-প‌রিচ্ছন্ন করার পাশাপা‌শি সাজা‌নো হচ্ছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথির কয়রায় আগমন উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তা ব্যবস্থা থাকবে। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন বলেন, ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে ১৮ থেকে ২১ মার্চ সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশে অবস্থান করবেন। এর মধ্যে ১৯ মার্চ তিনি বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করবেন। রাষ্টীয় অতিথিকে বরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে