সি আই ডি পুরো টিমকে একা করে দিয়ে না ফেরার দেশে সি আই ডির জনপ্রিয়মুখ ফ্রেডিক

সি আই ডি পুরো টিমকে একা করে দিয়ে  না ফেরার দেশে   সি আই ডির জনপ্রিয়মুখ ফ্রেডিক
সি আই ডি পুরো টিমকে একা করে দিয়ে  না ফেরার দেশে   সি আই ডির জনপ্রিয়মুখ ফ্রেডিক

(সাবরিনা আক্তার)

১৯৯৭ সাল থেকে শুরু করা হয় ধারাবাহিক মোভি  (সি আই ডি) ১৯৯৮ থেকে CID খ্যাত ফ্রেডি ওরফে দীনেশ ফাদনিস  ২০১৮। প্যন্ত সি আই ডি  অফিসার হিসাবে  ছিলেন। সোমবার রাতে  শেষ নিশ্বাস ত্যাগ করেছেন! শৈশব, কৈশোরের আবেগ ছিলো CID । হাস্যরসে ভরা অভিনয় দিয়ে গোটা ‘সিআইডি’ প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন ফ্রেডরিক্স বা ফ্রেডি। সোমবার দিবাগত রাত ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর, রাত ৮:৩০ বাজলে টিভি অন করে সনি আট চ্যানেলের সামনে বসে থাকতাম। একদম দুই পর্ব দেখে উঠতাম। সিআইডি'র গোটা টিমকে স্ক্রিনে দেখলে আলাদা ভালো লাগা কাজ করতো। ফ্রেডি চরিত্রটার জন্যই মূলত বেশিরভাগ মানুষ সিআইডি দেখে থাকতো,ইভেন আমিও। বোকাসোকা চরিত্রে অভিনয় করে অর্থাৎ ফ্রেডি চরিত্রে অভিনয় করে দিনেশ কতশত দর্শকদের হাসির সাগরে ভাসিয়ে রাখতো। এটা তারাই উপলব্ধি করতে পারবে যারা সিআইডি প্রেমি ছিলো। এই চরিত্রের জন্যই মূলত ফ্রেডি সর্বমহলে জনপ্রিয়। তাকে আজীবন মনে রাখার জন্য ফ্রেডি চরিত্রই যথেষ্ট। এখনও সময় পেলে মাঝে মধ্যে ইউটিউবে সিআইডি দেখে থাকি। আজ ফ্রেডি মারা গেছে এটা শুনে ভীষণ খারাপ লাগলো।

তার মারা যাওয়ার খবর বিষ্ব মিডিয়া জায়গা করে নিয়েছে। এমন কি ভারত মহাদেশে শোকে শোকাহত।