যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, বহু হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, বহু হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের প্যাটাপসকো নদীর ওপর নির্মিত ফ্রান্সিস স্কট কী ব্রিজে ধাক্কা মারে একটি কনটেইনারবাহী জাহাজ। এতে সম্পূর্ণ ব্রিজটি নদীতে ভেঙে পড়েছে। খবর বিবিসির।

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে গেছে এবং প্রাথমিক ধারণা অনুযায়ী এখন পর্যন্ত সাতজন মানুষ নিখোঁজ রয়েছেন।

মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি এক্স-এ পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে আই-৬৯৫ ব্রিজের একটি কলামে ধাক্কা মারে কনটেইনারবাহী জাহাজটি। সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পরে ব্রিজটি। সেই সময় সেতুতে একাধিক যানবাহন ছিল, যার মধ্যে একটি ট্রাক্টর-ট্রেলারও ছিল।

এই সেতু রুটে যানবাহন পরিচালনা না করতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।সেতুর উভয়প্রান্তে চলাচলকারী যানবাহনকে অন্য পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বাল্টিমোর মেয়র বলেছেন, জরুরি কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে। সেখানে বর্তমানে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিকেশন ডিরেক্টর কেভিন কার্টরাইট অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, জরুরী প্রতিক্রিয়াকারীরা অন্তত সাত জনকে পানিতে রয়েছে বলে ধারণা করছেন। তবে সংখ্যাটি আরও বেশি হতে পারে।

তিনি বলেন, এজেন্সিগুলি দেড়টার দিকে ৯১১-এ কল পেয়েছিল, একটি জাহাজ ব্রিজের একটি কলামে আঘাত করেছে, যার ফলে এটি ভেঙে পড়েছে।

তিনি আরও জানান, ফায়ার বিভাগের নেতৃত্বে মার্কিন কোস্টগার্ড এবং অন্যান্য সংস্থাগুলোর সহযোগিতায় এখন একটি চলমান মাল্টি-এজেন্সি উদ্ধার অভিযান চলছে।

এদিকে শিপ ট্র্যাকিং ডেটা অনুসারে, ফ্রান্সিস স্কট কী ব্রিজে ধাক্কা মারে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ। ‘ডালি’ নামে ৩০০ মিটার দীর্ঘ জাহাজটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাচ্ছিল।

সামুদ্রিক রাডারে দেখা যায়, ডালি প্রায় ১২ টা ৪৫ মিনিটে পোর্ট ব্রীজের টার্মিনাল থেকে রওনা হয় এবং ৪৫ মিনিট পরে এটি ফ্রান্সিস স্কট কী ব্রিজে ধাকা মারে এবং সেখানেই থেমে যায়