বাংলাদেশের প্রিয় অভিনেতা হাসপাতালে নেওয়ার পথেই সব শেষ, সেই সিনেমা আর দেখা হলো না

বাংলাদেশের  প্রিয় অভিনেতা     হাসপাতালে নেওয়ার পথেই সব শেষ, সেই সিনেমা আর দেখা হলো না
বাংলাদেশের  প্রিয় অভিনেতা     হাসপাতালে নেওয়ার পথেই সব শেষ, সেই সিনেমা আর দেখা হলো না

হাসপাতালে নেওয়ার পথেই সব শেষ, সেই সিনেমা আর দেখা হলো না

বুধবার বিকেলে মারা যান গুণী অভিনেতা আহমেদ রুবেলকোলাজ

সব প্রস্তুতি চূড়ান্ত। প্রথমে আলোচনা, তারপর সিনেমার শো। তিনিও ঠিক সময় প্রায় পৌঁছে গিয়েছিলেন। পান্থপথের স্টার সিনেপ্লেক্সে তাঁর অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার শো শুরু হতে অল্প কিছু সময় বাকি। হল থেকে হয়তো কয়েক মিনিটের দূরত্বে। শপিং মলের পার্কিংয়ে গাড়িতেই হঠাৎ অসুস্থ। তারপর হাসপাতালে নেওয়ার পথেই সব শেষ। বুধবার বিকেলে মারা যান গুণী অভিনেতা আহমেদ রুবেল। নিজের অভিনীত ছবিটি আর বড় পর্দায় দেখা হলো না তাঁর।

আট বছর পর মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি । জয়া আহসানের পাশাপাশি এই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির তারিখ। আজ বুধবার সন্ধ্যা সাতটায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। কিন্তু তার আগেই চলে গেলেন অভিনেতা।

আরও পড়ুন

জীবনের শেষ ৪০ মিনিট, কী হয়েছিল আহমেদ রুবেলের

‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির একটি গণমাধ্যমকে জানান, বুধবার সিনেমার পূর্বনির্ধারিত প্রিমিয়ারে অংশ নিতে উত্তরা থেকে পরিচালক নুরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে পান্থপথে আসছিলেন।

আরও পড়ুন

নিজের অভিনয় ও সমসাময়িক চলচ্চিত্র নিয়ে যা বলেছিলেন আহমেদ রুবেল

নিজের অভিনয় ও সমসাময়িক চলচ্চিত্র নিয়ে যা বলেছিলেন আহমেদ রুবেল

গাড়িটির চালকের আসনে ছিলেন আহমেদ রুবেল নিজেই। রাজধানীর শপিং মলে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল। পরিচালক আতিক পার্কিং থেকে তাঁকে (শ্যামল শিশির) ফোন করে দ্রুত টিমের কয়েকজনকে নিচে যেতে বলেন। সবাই মিলে তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সিএনজিচালিত অটোরিকশায় নেওয়ার পথেই নিস্তেজ হয়ে পড়েন রুবেল।

আহমেদ রুবেল
আহমেদ রুবেলখালেদ সরকার

হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান শ্যামল । প্রাথমিকভাবে ধারণা করা হয়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এই অভিনেতার মৃত্যু হয়েছে।
১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম নেওয়া আহমেদ রুবেল বেড়ে উঠেছেন ঢাকায়। অভিনয়ের সঙ্গে তাঁর সখ্য মঞ্চ দিয়ে। সেলিম আল দীনের ঢাকা থিয়েটারে যোগ দেওয়ার পর ‘হাতহদাই’ নাটকে প্রথম অভিনয় করেন রুবেল। তাঁকে প্রথম টিভি নাটকে পাওয়া যায় একুশে টেলিভিশনের পর্দায় গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’য় । তারপর হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’য় অভিনয় করেন রুবেল, তৈরি হয় তাঁর আলাদা ধরনের জনপ্রিয়তা।

আরও পড়ুন

অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

হুমায়ূন আহমেদের ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘সবাই গেছে বনে’, ‘বৃক্ষমানব’, ‘যমুনার জল দেখতে কালো’ নাটকে রুবেলের অভিনয় প্রশংসিত হয়। মুহম্মদ জাফর ইকবালের লেখা ধারাবাহিক ‘প্রেত’ নাটকটি রুবেলকে দেয় অন্য রকম জনপ্রিয়তা।