বাংলাদেশে ২০২৪ এর নির্বাচন ৩০০ আসনে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

বাংলাদেশে  ২০২৪ এর নির্বাচন ৩০০ আসনে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
বাংলাদেশে  ২০২৪ এর নির্বাচন ৩০০ আসনে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

২০২৪ এর নির্বাচন

৩০০ আসনে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ চালানোর জন্য ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকায় ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা হতে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন আদেশে তাও উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে আগামী ৭ জানুয়ারি (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের আগের দুই দিন, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরের দুই দিন অর্থাৎ আগামী ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৫ (পাঁচ) দিনের জন্য দায়িত্ব প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত ৬৫৩ জন সদস্যকে মনোনয়ন প্রদানপূর্বক নির্বাচন সচিবালয়ে ন্যস্ত করা হলো।

অফিস আদেশটি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে ম্যানশন করা হয়েছে। আদেশের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সব জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ বরাবর অনুলিপি পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৭ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চেয়ে নির্বাচন কমিশন (ইসি) বরাবরে চিঠি পাঠানো হয়। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত চিঠি আইন ও বিচার বিভাগের সচিবের কাছে