ফেসবুকে প্রতারক চক্রের খোঁজে শাবনূর

ফেসবুকে  প্রতারক চক্রের খোঁজে শাবনূর
ফেসবুকে  প্রতারক চক্রের খোঁজে শাবনূর

তারকাদের মধ্যে শাবনূর তুলনামূলক দেরিতে ফেসবুক ব্যবহার শুরু করেন। শাবনূরকে ফেসবুকে পেয়ে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশিও হয়েছিলেন। কিন্তু এই অভিনেত্রীর নামেই শ খানেক পেজ ও অ্যাকাউন্ট থাকায় বিরক্ত ভক্তরা। কিছু অ্যাকাউন্ট বাতিল করতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্টও করা হয়। কিন্তু সব অ্যাকাউন্ট বাতিল করা সম্ভব হয়নি। শাবনূর জানান, ফেসবুকে তাঁর নামে থাকা বিভিন্ন আইডি ও পেজ থেকে এসব অপকর্ম ঘটাচ্ছে কিছু কুচক্রী মহল। তাঁরা তাঁর অনেক কাছের মানুষের কাছেও টাকা দাবি করেছে

 শাবনূর বলেন, 'মানুষের জন্যই অভিনয় করলাম। তাঁদের ভালোবাসায় আমি শাবনূর হলাম। কিন্তু যারা আমার ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ চালিয়ে দেশ–বিদেশে আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে চাঁদাবাজি করছে, তারা কেমন মানুষ! আমি সত্যি বিরক্ত।'

শাবনূর জানান, কিছুদিন ধরে এই প্রতারণা টের পেয়েছেন তিনি। প্রমাণও পেয়েছেন। তাই বিরক্ত হয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্টও দিয়েছেন। শাবনূর বলেন, 'একটা বিষয় আমি বেশ ভালোভাবেই লক্ষ করলাম। আমার নাম দিয়ে বিভিন্ন গ্রুপে খোলা হয়েছে বেশ কিছু ওয়েলফেয়ার ফান্ড, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু সামনে রেখে কতিপয় ধুরন্ধর লোক ভক্তদের কাছ থেকে টাকা সংগ্রহ করছে! সেগুলোর ভিডিও কিংবা ছবি তুলে তার ব্যাপক প্রচার-প্রচারণাও করছে। অথচ এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যাপারে আমি কিছুই জানি না। যারা পরিচালনা করছে, তাদের পক্ষ থেকে আমাকে কখনোই কিছু জানানো হয়নি! আমি কখনোই কাউকে এমন কিছু করার অনুমতি দিইনি, ভবিষ্যতেও দেব না। যিনি বা যাঁরা এসব করছেন, শিগগির সেগুলোর প্রচার–প্রচারণা এবং কার্যক্রম বন্ধ করে দিন। অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব