এবার বাংলাদেশের সীমান্তবর্তী শহর দখলের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের

এবার  বাংলাদেশের সীমান্তবর্তী শহর দখলের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
এবার  বাংলাদেশের সীমান্তবর্তী শহর দখলের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের

ফয়সল মাহামুদ সান

বাংলাদেশের সীমান্তবর্তী শহর দখলের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের

মিয়ানমারে গত বছরের শেষ দিক থেকে জোরদার হয়েছে জান্তার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ। এবার দেশটির একটি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, তারা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী একটি শহর দখলে নিয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েক মাসের সংঘর্ষে জান্তা বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে। সর্বশেষ রাখাইনের একটি শহর জান্তার থেকে দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। দেশটির বিভিন্ন জায়গায় জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছ

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের জান্তা। এরপর গত বছরের শেষের দিকে গণতন্ত্রপন্থি সরকারের সমর্থনে দেশটির বিদ্রোহীরা লড়াই শুরু করে। তাদের কাছে জান্তা বেশ কয়েকটি শহর ও সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ হারিয়েছে। ফলে অভ্যুত্থানের পর সবচেয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে জান্তা।

দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) এক মুখপাত্র বলেন, তারা কালাদান নদীর তীরবর্তী বন্দরনগরী পালেতাওয়ারের নিয়ন্ত্রণ নিয়েছেন। এ বন্দরনগরী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরাকান আর্মি জানিয়েছে, আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা চালিয়ে যাব। তবে শহরটি নিয়ে বিদ্রোহীরা এমন দাবি করলেও জান্তা এ নিয়ে কোনো মন্তব্য করেনি