আরব বিশ্বের প্রথম নারী নভোচারী

আরব বিশ্বের প্রথম নারী নভোচারী
আরব বিশ্বের প্রথম নারী নভোচারী

প্রথম সময় ডেস্ক:

আরবের প্রথম নারী নভোচারী হতে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছেন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা নোরা আল-মাতরুসি। দেশটিতে নভোচারী হতে আগ্রহী হাজারো আবেদনের মধ্য থেকে বেছে নেওয়া দুজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন মাতরুসি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, শারজাহর ২৮ বছর বয়সী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাতরুসি ছোটবেলা থেকেই মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখেছেন। স্কুলে থাকতেই তিনি গ্রহ–নক্ষত্রসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা শুরু করেন সংযুক্ত আরব আমিরাত থেকে শিগগিরই অবশ্য কোনো মহাকাশ মিশন পরিচালিত হচ্ছে না। তবে মাতরুসি আশা করছেন, একদিন তাঁর মহাকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ হবে।

মাতরুসি বলেন, ‘আমার মায়ের পরিবারের পক্ষের লোকজন নাবিক। তাঁরা সমুদ্রে অভিযান চালিয়েছেন। অ্যাস্ট্রোনটের গ্রিক অর্থ নক্ষত্রের নাবিক।’

মাতরুসির সঙ্গে নভোচারী প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন দেশটির আরেক যুবক মোহাম্মদ আল-মুল্লা (৩৩)। তাঁরা দুজন এ বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে যাবেন এবং নাসার জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ নেবেন। এখন নভোচারী হিসেবে তাঁরা দেশটির অন্য নভোচারীদের সঙ্গে কাজ করছেন। বর্তমানে আকাশে ওড়ার প্রশিক্ষণ নেওয়া ছাড়াও রুশ ভাষা শিখছেন দুজন।

গত ফেব্রুয়ারি মাসে দেশটির পাঠানো মনুষ্যবিহীন ‘হোপ’ নামের একটি নভোযান সফলভাবে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করে। গত বছরের সেপ্টেম্বরে আবুধাবির পক্ষ থেকে ২০২৪ সালে চাঁদে মনুষ্যবিহীন রোবট পাঠানোর পরিকল্পনার কথা জানানো হয়।  লক্ষ্য অর্জন প্রসঙ্গে মাতরুসি বলেন, ‘আমি যদি পারি, তবে আপনিও পারবেন। কেউ যদি আপনার আগে তা করে না থাকে, তবে সবার আগে আপনি তা করে ফেলুন।’

মাতরুসি আরও বলেন, ‘আপনি কী করছেন, সে সম্পর্কে যদি সত্যিই আগ্রহী হন, তবে তা নিয়ে কঠোর পরিশ্রম করুন এবং সুযোগের সন্ধান করুন