আজ অমর একুশে

আজ অমর একুশে
আজ অমর একুশে

আহম্মেদ মুন্নী ও শেখ শাকিল হোসেন
সরেজমিনে শাহবাগের ফুলের দোকান

আজ অমর একুশে। প্রস্তু কেন্দ্রীয় শহীদ মিনার। ফুলে ফুলে শ্রদ্ধায় ভরে উঠবে শহীদ বেদি। শহীদদের শ্রদ্ধা জানাতে শাহবাগের ফুলের দোকানীরাও নির্ঘুম। শহীদ বেদিতে ফুল অর্পনের জন্য ক্রেতাদের সুবিধায় সারা রাত খোলা রাখছেন ফুলের দোকান।

মঙ্গলবার রাত ১০টার দিকে শাহবাগের দোকানগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায় ফুলের দোকানে আগ্রহী ক্রেতাদের ভিড়।

Nagad_Ad

বিকিকিনির ভালো উপলক্ষ পেয়ে দোকানিরাও পার করছেন ব্যস্ত সময়।

ক্রেতাদের আনাগোনায় রয়েছে জানিয়ে শাহবাগ ফুল ব্যবসায়ি মালিক সমিতির সেক্রেটারি শামীম আহম্মেদ ঢাকাটাইমসকে বলেন, সারারাতই খোলা থাকবে শাহবাগের সব ফুলের দোকান।

দোকানিরা নানানরকম ফুলের পসরা সাজিয়ে বসেছেন। সাজিয়েছেন ফুলের ডালা, গোলরিং। ছোট ফুলের গোল রিং ডালা রয়েছে ৮০০ থেকে ১০০০ টাকা। মাজারি ডালা ১ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা। আর বড়ওগুলো ৩ হাজার থেকে ৪ হাজার টাকা।

শামীম আহম্মেদ বলেন, আমাদের এখন পর্যন্ত পর্যাপ্ত ফুল সরবরাহ রয়েছে। তবে কেউ যদি বানিয়ে বা অর্ডার করে ডালা নিতে চায় তখন দামের তারতম্য হতে পারে।

বিসমিল্লাহ পুষ্প বিতানের সামনে এক ক্রেতাকে দেখা যায় ডালার দরদাম করতে। তবে নাম প্রকাশ্য অনিচ্ছুক ক্রেতা বলেন আমাদের একটা স্কুল রয়েছে, সেই স্কুলের শিশুদের ভাষা আন্দোলনের সঠিক জ্ঞান চর্চা ও প্রভাত ফেরিতে পুষ্প বেদিতে অংশগ্রহনের জন্য তিনি ফুলের ঢালা নিতে এসেছেন।

আলো সংগঠনের মারুফ রহমান নামে এক তরুণ জানান, এবার দরদাম ঠিকই আছে। আর ফুলগুলোও তাজা। তিনি ২ হাজার টাকায় তার পছন্দ মতো ঢালা কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন