অবরোধের মধ্যে গাড়ি ছেড়ে হেঁটে, অটোরিকশায় স্পিকারের কাছে গেলেন ইইউ রাষ্ট্রদূত

অবরোধের মধ্যে গাড়ি ছেড়ে হেঁটে, অটোরিকশায় স্পিকারের কাছে গেলেন ইইউ রাষ্ট্রদূত
অবরোধের মধ্যে গাড়ি ছেড়ে হেঁটে, অটোরিকশায় স্পিকারের কাছে গেলেন ইইউ রাষ্ট্রদূত

অবরোধের মধ্যে গাড়ি ছেড়ে হেঁটে, অটোরিকশায় স্পিকারের কাছে গেলেন ইইউ রাষ্ট্রদূত

কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের অবরোধের কারণে গাড়ি ছেড়ে ঢাকার রাস্তায় হাঁটছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি (ছবিতে বাঁয়ে)। আজ বুধবার দুপুরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। আজ বুধবার দুপুরে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে শিক্ষার্থীদের অবরোধের কারণে রাস্তায় আটকা পড়ে রাষ্ট্রদূতের গাড়ি। পরে কিছুটা হেঁটে এবং সিএনজিচালিত অটোরিকশায় চড়ে সংসদ ভবনে পৌঁছান চার্লস হোয়াইটলি

কীভাবে সংসদ ভবনে পৌঁছালেন, তার একটি ছোট ভিডিও এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করেছেন হোয়াইটলি। ভিডিওটি করেছেন তাঁর সহকর্মী বাংলাদেশে নিযুক্ত ইউউর উপরাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ার। আজ বেলা আড়াইটায় স্পিকারের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় ছিল।

ভিডিওতে দেখা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন অনেকটা স্থবির হয়ে আছে। হোয়াইটলি ও তাঁর সহকর্মী গাড়ি ছেড়ে হাঁটা শুরু করেন। পরে তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ভিডিওর শেষ ভাগে দেখা যায়, তাঁরা সংসদ ভবনে ঢুকছেন।

ক্যাপশনে হোয়াইটলি লিখেছেন, আন্দোলনের কারণে তাঁরা এক্সপ্রেসওয়েতে গাড়ি ছেড়ে দেন এবং সিএনজিতে চড়ে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। নিজের সহকর্মীকে সেখানে ভিডিও ক্রেডিটও দিয়েছেন তিনি।

এদিকে সাক্ষাৎ শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপসহ জাতীয় সংসদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেন