নোয়াখালীর নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক
নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা) হাসিবুল হাসান স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেওয়া হয়।
একইসঙ্গে নোয়াখালীর এসপি মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর মোহাম্মদ আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে জেলার সবার কাছে মানবিক পুলিশ সুপার হিসেবে স্থান করে নেন তিনি