ভারতে লোকসভা নির্বাচন: তৃতীয় দফায় ১১ রাজ্যের ৯৩ আসনে ভোটগ্রহণ চলছে

ভারতে লোকসভা নির্বাচন: তৃতীয় দফায় ১১ রাজ্যের ৯৩ আসনে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে লোকসভা নির্বাচন: তৃতীয় দফায় ১১ রাজ্যের ৯৩ আসনে ভোটগ্রহণ চলছে

ভারতে ১৮তম সংসদীয় নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। এ দফায় ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৪ আসন। গত ১৯ এপ্রিল থেকে আগামী ১ জুন পর্যন্ত মোট সাতটি ধাপে অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটির এবারের নির্বাচন।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, মঙ্গলবার তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের ৪টি, আসামের ৪টি, বিহারের ৫টি, ছত্তীসগড়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাতের ২৫টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমন ও দিউতে ১টি আসনে ভোটগ্রহণ চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গুজরাট, কর্নাটক, বিহার এবং মধ্য প্রদেশ সহ যে রাজ্যগুলোতে আজ ভোটগ্রহণ হচ্ছে, সেই রাজ্যগুলির অধিকাংশ আসনগুলিতে ২০১৯ সালে জয়ী হয়েছিল বিজেপি। এছাড়া প্রথম দুই দফায় ভোটদানের হার গত বারের তুলনায় কম ছিল। তৃতীয় দফায় ভোটদানের হারের দিকে নজর রয়েছে সবার।


কমিশন জানিয়েছে, এই ৯৩টি আসনের জন্য ১২০ জন নারী প্রার্থীসহ ১ হাজার ৩০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে এদিন ভাগ্য নির্ধারণ হবে বেশ কয়েকজন বিশিষ্ট নেতার। তাদের মধ্যে আছেন - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (গান্ধীনগর), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (গুনা), মনসুখ মান্ডব্য (পোরবন্দর), পুরুষোত্তম রুপালা (রাজকোট), প্রহ্লাদ জোশী (ধারওয়াড়) এবং এসপি সিং বাঘেল (আগ্রা)।
এর আগে গত ১৯ এপ্রিল প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২টি আসনে ভোটগ্রহণ হয়। এছাড়াও গত ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৮৮টি আসনে ভোটগ্রহণ হয়।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে বলে জানিয়েছে নিবার্চন কমিশন। এর মধ্যে ১ কোটি ৮০ লাখ নতুন ভোটার এবং ২০ থেকে ২৯ বছর বয়সি প্রায় সাড়ে ১৯ কোটি ভোটার রয়েছে। সাড়ে ১০ লাখের বেশি ভোটকেন্দ্র, দেড় কোটি ভোটগ্রহণ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা। ৫৫ লাখের বেশি ইভিএম, ৪ লাখ যানবাহন।’
দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রায় ৩ লাখ ৪০ হাজার কর্মী সমন্বিত কেন্দ্রীয় বাহিনীর ৩ হাজার ৪০০টি কোম্পানির সমন্বয়ে ৭ ধাপে ভোট অনুষ্ঠিত হবে।