ডেঙ্গু নিয়ে কবিতা
আতঙ্কিত ডেঙ্গু
-হারুণ মুহাম্মদ।
------------------------------------
ডেঙ্গু নামের আতঙ্কে
ছড়িয়ে গেছে দেশটা।
মহামারিতে রূপ নিয়েছে
এবার জাতিকে রক্ষা কর স্রষ্টা।
বাঙালী আমরা বীর-
দাঁত ভেঙ্গেছি হায়ানার।
তারিয়েছি পাক হানাদার
মরবো কী কামড়ে মশার?
সোনার বাংলা আজ আতঙ্কিত
ক্ষুদে ত্রাসী এডিসের ভয়ে।
সোচ্চার হও বীর বাঙালী
এডিসকে দেশ থেকে দাও তারিয়ে।
ওর অত্যাচার বেড়েছে দেশে
সব হাসপাতাল গেছে ভরে।
নিয়েছে অনেক জীবন কেড়ে
ওদের আর দেব না ছেড়ে।
ঘরে ঘরে ওঠো সবাই জেগে
স্বমূলে মার এডিসের বংশ খুজে।
ঘরে বাইরে প্রতিকার কর সাধ্যমতে
নেমে পড় যার যা কিছু আছে তা নিয়ে।
ভেঙ্গে দাও ত্রাসী এডিসের হুল
ক্ষুদে ক্ষুদে সব আস্তানা কর নির্মূল।
ডেঙ্গু আজ জাতীয় সমস্যা
প্রতিকারের হাত বাড়াতে কেউ কর না ভুল।
ডেঙ্গু নির্মূল হবেই হবে
সবাই মিলে যদি করি চেষ্টা।
এডিস সত্যি পালিয়ে যাবে
শান্ত হবে সোনার বাংলাদেশটা