ভারতীয় চাদরে আগুন রাজশাহীতে দেশীয় কাপড় বেচলেন রিজভী

ভারতীয় চাদরে আগুন রাজশাহীতে দেশীয় কাপড় বেচলেন রিজভী

ভারতীয় চাদরে আগুন

রাজশাহীতে দেশীয় কাপড় বেচলেন রিজভী

রাজশাহীর ভুবনমোহন পার্কে মঙ্গলবার রুহুল কবির রিজভীর উপস্থিতিতে ভারতীয় বিছানার চাদর পুড়িয়ে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয় সমকাল

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘এ কারণে ভারতের পণ্য বর্জন করছি যে, তারা এ দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। ওরা মনে করেছে, আমরা ওদের ওপর নির্ভরশীল। ওদের ছাড়া আমাদের চলবে না। এখন দেখছে কলকাতা নিউমার্কেট বন্ধ, দোকানগুলো চলে না। আমরা কারও মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না।’
বক্তব্য শেষে রিজভী একটি ভারতীয় বিছানার চাদর ছুড়ে ফেলেন। এরপর দলীয় নেতাকর্মীরা চাদরটিতে আগুন দেন। রিজভী বলেন, ‘আমাদের টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঙ্গি-গামছা সারা পৃথিবীতে রপ্তানি হয়। আমাদের জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, রাজশাহীর সিল্ক পৃথিবীখ্যাত। তাহলে কেন এ দেশের নারীরা ভারতীয় শাড়ি কিনবে? 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম, বিশ্বনাথ সরকার, মামুনুর রশিদ, আসলাম সরকার, ওয়ালিউর রহমান রানা প্রমুখ।