চিহ্নিত গোষ্ঠী বই নিয়ে অপপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী

চিহ্নিত গোষ্ঠী বই নিয়ে অপপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী
চিহ্নিত গোষ্ঠী বই নিয়ে অপপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী

চিহ্নিত গোষ্ঠী বই নিয়ে অপপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি চিহ্নিত গোষ্ঠী, যাদের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সেখানে বাংলাদেশের শিক্ষাক্রমের বই পড়ানো হয় না, তারাই নতুন বই নিয়ে অপপ্রচারে নেমেছে। ভুলত্রুটি যা রয়েছে, তা সংশোধন করা হচ্ছে। বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী এ অনুষ্ঠানে যোগ দেন।

আয়োজনে সমাবর্তন বক্তা ছিলেন ভারতের হিমাচল প্রদেশের শুলিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক অতুল খোসলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমানসহ সংশ্লিষ্টরা।

শিক্ষামন্ত্রী বলেন, যারা পাঠ্যবই নিয়ে বলছে, তাদের উদ্দেশ্য যদি সৎ হতো, তাহলে নিশ্চয় মিথ্যার আশ্রয় নিত না। এরা তারাই, যারা পঞ্চাশের দশকে বলেছিল, নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। একই অপশক্তি নির্বাচন সামনে রেখে আবার ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।
ফলো করুন- 

'পাঠ্যবই ও নতুন শিক্ষাক্রমে ধর্মবিরোধী কিছু নেই' :পাঠ্যবই ও নতুন শিক্ষাক্রমে ধর্মবিরোধী কিছু নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আওয়ামী লীগ কখনও ধর্মবিরোধী কিছু করে না। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে তিনশ মডেল মসজিদ দেশে নির্মাণ করেছেন। ইসলামবিরোধী তারাই, যারা ইসলামের নামে মিথ্যা রটায়।

আজ বাংলা একাডেমির সৈয়দ ওয়ালী উল্লাহ্‌ মিলনায়তনে জাতীয় শিক্ষা-সেবা পরিষদের (জাশিপ) উদ্বোধন এবং মানবসম্পদ উন্নয়ন ও জাতীয় উৎকর্ষের রূপরেখা শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাশিপের চেয়ারম্যান গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। সংগঠনের সভাপতি এবং ইউআইইউর অধ্যাপক ড. হাসনান আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, জাশিপ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী