ঘূর্ণিঝড় সিত্রাং কুমিল্লায় ঘরের ওপর গাছ পড়ে সন্তানসহ প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঘূর্ণিঝড় সিত্রাং কুমিল্লায় ঘরের ওপর গাছ পড়ে সন্তানসহ প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ঘূর্ণিঝড় সিত্রাং কুমিল্লায় ঘরের ওপর গাছ পড়ে সন্তানসহ প্রাণ গেল স্বামী-স্ত্রীর

হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার বলেন, ‘রাতে ঝোড়ো বাতাসে তাঁদের ঘরের ওপর বড় একটি গাছ উপড়ে পড়ে। এতে ওই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনায় সময় তাঁরা ঘুমিয়েছিলেন বলে জেনেছি।’

তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ঘরের ওপর পড়া গাছটি সরানোর চেষ্টা চলছে। সেখানে আরও কেউ চাপা পড়েছে কি না, তা–ও দেখা হচ্ছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব বলেন, ‘রাত ১১টার দিকে খবর পেয়েছি, গাছ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের লোকজন ও পুলিশ আছে।’

এই নিয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলায় দুজন, নড়াইলে একজন, বরগুনায় একজন এবং সিরাজগঞ্জের দুজনের মৃত্যু হয়েছে