আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের পেছনেই ব্যয় ৭০ হাজার ডলার
প্রথম সময়: ডেস্ক নিউজ | সংবাদ টি প্রকাশিত হয়েছে : ২৯. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার

এই প্রতিবেদন শেয়ার করুন
প্রথম সময় ডেস্ক:
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
চুলের পেছনেই ট্রাম্পের ব্যয় ৭০ হাজার ডলার
আলোকচিত্রীর পেছনে ২ লাখ ১০ হাজার ডলার ও গলফ কোর্সে উড়িয়েছেন ৩১ কোটি ৫০ লাখ ডলার
ট্রাম্প ২০০৫–২০০৮ সালে দেওয়া ৭ কোটি ২৯ লাখ ডলারের কর রিফান্ড চান সাবেক প্রেসিডেন্টবারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশ বছরে গড়ে ১ লাখ ডলার করে আয়কর দিতেন
ব্যবসা ভালো না চলার কারণে কর পরিশোধ করতে না পারলেও চুলের পেছনে ঠিকই মোটা অঙ্কের অর্থ ব্যয় করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সব সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর ইস্যু। এর সঙ্গে চমকপ্রদ তথ্য হিসেবে যা সামনে এল, তা হলো শুধু চুলের পেছনে ডোনাল্ড ট্রাম্প ব্যয় করেছেন ৭০ হাজার ডলার।
ডোনাল্ড ট্রাম্পের আয়কর সম্পর্কিত প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, এতে জানানো হয়েছে, দুই বছরে মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত প্রেসিডেন্ট নির্বাচনের বছর ২০১৬ সাল ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বছর ২০১৭ সালে তিনি ৭৫০ ডলার করে আয়কর পরিশোধ করেছেন। এর পরের দুই বছর তিনি কোনো কর পরিশোধ করেননি। আরও অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৫ বছরের মধ্যে ১০ বছর মোটেও কোনো আয়কর দেননি। যদিও ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে এমন কোম্পানি রয়েছে পাঁচ শতাধিক। তবে এই অভিযোগ যথারীতি উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমস–এর বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত দু বছর কোনো কর পরিশোধ না করলেও তাঁর পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশ বছরে গড়ে ১ লাখ ডলার করে আয়কর পরিশোধ করতেন
সর্বশেষ খবর
- কোম্পানীগঞ্জে আবার হরতালের ডাক চুপ করে বসে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না
- নতুন’ মধ্যপ্রাচ্য: প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে অগ্নিপরীক্ষা
- বাইডেনের শপথ, প্রত্যাশা নতুন দিনের
- মিষ্টি নিয়ে বি এন পি জামায়াত নেতার বাসায় গেলেন কাদের মির্জা
- ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা জয়ী তিনি যে কথা দিয়েছেন সেই ভাবে ভোট হয়েছে।