ইতালীতে প্রবাসির রহস্যজনক মৃত্যু
প্রথম সময়: ডেস্ক নিউজ | সংবাদ টি প্রকাশিত হয়েছে : ০৪. মার্চ. ২০১৮ | রবিবার

এই প্রতিবেদন শেয়ার করুন
এম ডি রিয়াজ হোসেন :
ইতালীর ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীর রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ৩মার্চ রাতে নিজ বাসায় রহস্য জনক মৃত্যু বরন করে। বাসায় হঠাৎ অসুস্থ হয়ে ভেনিসে বসবাসরত ব্যবসায়ী আব্দুর রহিম (২৫) আনুমানিক মৃত্যু বরন করে এবং তার সাথে একই বাসায় থাকত তুহিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।রহিম ভেনিসের ভিয়া কাপুচিনায় টিকেট সার্ভিস ও মানি এক্সচেঞ্চ ব্যবসা করত।
মৃত রহিমের বাড়ী শরীয়তপুর জেলার কেদারপুর উপজেলায়। আব্দুর রহিম গত কয়েকদিন আগে বাংলাদেশ থেকে শীতকালীন ছুটি কাটিয়ে ইতালীতে আসেন । তার সাথে থাকা একই বাসায় তুহিন ও দেশ হতে এসে রহিমের বাড়ীতে উঠেন। তবে কি কারনে আব্দুর রহিম মারা গেলো ও তুহিন অসুস্থ হলো এ ব্যাপারে তেমন কোন তথ্য জানা জায়নি । রাতেই রহিমের মৃতদেহ ও তার সাথে থাকা অসুস্হ তুহিন কে ভেনিসের আঞ্জল্লো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আব্দুর রহিমের মৃত্যু ও তুহিনের অসুস্হ্যতার বিষয় টি পুলিশ ক্ষতিয়ে দেখছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে কি কারনে এমন ঘটলো। রহিমের অকাল মৃত্যতে ভেনিসে শোকের ছায়া নেমেছে এবং তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
এই বিভাগের আরো খবর
- বাংলাদেশে কেন ধর্ষণের ঘটনায় বিয়ের শর্তে কীভাবে জামিন হয়
- ফেনী উপজেলা চেয়ারম্যান একরামের মতো হত্যা করতে চায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগে কাদের মির্জার জিডি
- খসড়া আইন অনুমোদন, ডে সেন্টার থেকে শিশু হারিয়ে গেলে সর্বোচ্চ ১০ বছর জেল
- একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন
- বাংলাদেশে প্রেস ইউনিটি নারায়ণগঞ্জ অনুমোদন সভাপতি খোকন সম্পাদক ফিরোজ